• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯

সারা দেশ

ফটিকছড়িতে বৃষ্টির জন্য ইস্তেখারার নামাজ আদায়

  • ''
  • প্রকাশিত ২৫ এপ্রিল ২০২৪

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়িতে তীব্র দাবদাহে জনবীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনাবৃষ্টি আর আবহাওয়ার বিরূপ প্রভাবের কারণে নষ্ট হচ্ছে বিভিন্ন ফসল। ক্রমশ নামছে পানির স্তর। তাপের প্রকোপ থেকে বাঁচতে বৃষ্টির জন্য ইস্তেখারার নামাজ আদায় করেছেন মুসল্লিরা বৃহস্পতিবার (২৫এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার ভূজপুর থানাধীন জামিয়া আবুবকর ছিদ্দিক (রাঃ)আল ইসলামীয়া মাদরাসার মাঠে ইস্তেখারার নামাজে ইমামতি করেন মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা নুরুল আবছার।নামাজে অংশ গ্রহণ করেন শতাধিক মুসল্লি।নামাজ শেষে কান্নারত অবস্থায় তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টির জন্য মোনাজাত করেন মুসল্লিরা।মুসল্লীরা জানান, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় জনজীবনে অস্বস্তি বিরাজ করছে।

এ বিষয়ে মাওলানা নিজাম উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য হাহাকার করছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে সাহায্য চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর এ চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখার বলা হয়।

এদিকে ফেনি জেলার সমান ফটিকছড়ি উপজেলায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ না থাকায় ঘরে থাকতে পারছে না অনেকেই। কেউ কেউ গাছ তলায় গিয়ে আশ্রয় নিচ্ছে। বিদ্যুৎ বিতরণ বিভাগ বলছে চাহিদার তুলনায় বিদ্যুৎ অর্ধেক সরবরাহ পাওয়ায় এক ঘণ্টা পর পর লোডশেডিং দিতে হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads